ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকার পুনর্মিলনী ও ফ্যামিলি-ডে অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ৯ মার্চ ২০২৪ | আপডেট: ১৭:২৯, ৯ মার্চ ২০২৪

'আমরা মিলেছি বনভোজনের রোদেলা প্রহরে' এই স্লোগানে চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকা (সিজেএফডির) বার্ষিক পুনর্মিলনী ও ফ্যামিলি ডে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) গাজীপুরের বেপারীপাড়া কাউয়ালতিয়া রোডের মাস্টার বাড়ি সেগুন বাগান এলাকায় একটি রিসোর্টে এই আনন্দ আয়োজন সম্পন্ন হয়। 

চট্টগ্রামের যারা ঢাকায় সাংবাদিকতা করে তাদের ঐতিহ্যবাহী এই সংগঠন ২৫ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ভাতৃত্বের মেলবন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিবছর বনভোজনের মাধ্যমে মিলনমেলা হয়ে থাকে। 

নাগরিক কর্মব্যস্ততা পেছনে পেলে আনন্দঘন পরিবেশে আয়োজন সম্পন্ন হয়। ফোরামের সভাপতি ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহর এবং সাধার সম্পাদক একুশে টেলিভিশনের রিপোর্টার তৌহিদুর রহমানের তত্ত্বাবধানে বনভোজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবারের বনভোজনের আহ্বায়ক ছিল শিবু কান্তি দাস। এছাড়া অন্য সদস্যদের অক্লান্ত পরিশ্রম আনুষ্ঠানিকতাকে আরও সার্থকতায় রূপ দেয়।

উপস্থিত ছিলেন চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা কার্যনির্বাহী পরিষদের সভাপতি মামুন আব্দুল্লাহ সহ-সভাপতি শিবকান্তি দাস সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ হুদা অর্থ সম্পাদক মোমেনা আক্তার পপি দপ্তর প্রচার ও প্রকাশনা নইমুদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক ইকবাল করিম নিশান, কার্যনির্বাহী সদস্য সাহেব সিদ্দিকী মোর্শিদ-নোমান। এছাড়া উপস্থিত ছিলেন দ্য ডেলিসন পত্রিকার প্রধান সম্পাদক এনামুল হক চৌধুরী, আনিস আলমগীর, মেজবাহউদ্দিন জঙ্গি, অনুপ খাস্তগীর, শামীম জাহাঙ্গীর প্রমুখ।

চট্টগ্রামের কৃষ্টি-কালচার লেখনীর মাধ্যমে তুলে ধরতে লুসাই নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন একুশে টেলিভিশনের ডেপুটি হেড অব নিউজ সাইফ ইসলাম দিলাল।  উক্ত আয়োজনে জ্যেষ্ঠ সাংবাদিকদের পরিবার পরিজনের পাশাপাশি নবীনদের উপস্থিতি ছিল বেশ নজরকারা। 

মধ্যাহ্নভোজনে ছিল চট্টগ্রামের মেজবান, মিষ্টি, দধি সহ অফুরন্ত খাবার। শিশু-কিশোরদের খেলাধুলা এবং প্রতিযোগিতার আয়োজনও ছিল। 
আজ ৮ মার্চ নারী দিবস। তাই নারীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে নারীদের প্রতি ফোরামের পক্ষ থেকে সম্মান জানানো হয়। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে ভরে তোলেন শিল্পীরা। এছাড়া নারীদের জন্য ছিল বালিশ খেলা ও মার্বেল চামচ। সকল সদস্যের জন্য টি-শার্ট এবং কমন গিফট, সর্বোপরি রেফেল ড্র মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিবছর এমন সময়ে এ বনভোজন সকলের মধ্যে হৃদয়ের নৈকট্য সৃষ্টি করে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি